ন্যায়বিচারের পুরস্কার
উত্তর কোরিয়া

ন্যায়বিচারের পুরস্কার
উত্তর কোরিয়ার অবৈধ কার্যক্রম তছনছ করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন যোগানোর লক্ষ্যে স্টেট ডিপার্টমেন্টের রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ, Rewards for Justice) কর্মসূচী তাদেরকে তথ্য প্রদানের বিনিময়ে সর্বোচ্চ ৫০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরষ্কারের প্রস্তাব করেছে; যার উদ্দেশ্য হল অর্থ পাচার, উত্তর কোরিয়ায় বিৃলাসবহুল পণ্য রপ্তানি, সুনির্দিষ্ট সাইবার কার্যক্রম এবং গণবিধ্বংসী অস্ত্র চুক্তি (WMD)লঙ্ঘন করে এমন কর্মকান্ডসহ উত্তর কোরিয়ার সাথে বিভিন্ন কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের আর্থিক কৌশলে ভাঙ্গন ধরানো।
Watch the video
রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ)উত্তর কোরিয়া থেকে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষের কাছে সামরিক অস্ত্র ও অন্যান্য আইটেম চালান সহ এ ধরণের সরঞ্জাম রপ্তানির ব্যাপারে দেশটির কাছে তথ্য চাইছে।
উত্তর কোরিয়া সরকারের সুবিধার্থে, সারা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠান ও ক্রিপ্টোকারেন্সি বিনিময়সহ সাইবার নিরাপত্তা যারা দুর্বল করতে চায় রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ) তাদের ব্যাপারে তথ্য চাইছে।
রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ) উত্তর কোরিয়ায় উৎপন্ন কয়লা কিংবা অপরিশোধিত তেল কিংবা উত্তর কোরিয়ায় প্রেরিত পেট্রোলিয়ামজাত পণ্য এক জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরের ব্যাপারে তথ্য চাইছে।
কোম্পানি ও ব্যক্তিবিশেষ যারা শ্রমিক নিযোগ করেন কিংবা উত্তর কোরিয়ার বাইরে শ্রমিকদের কর্মকান্ড কোনোভাবে সহজ করে দেন রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ) তাদের সহ উত্তর কোরিয়া সরকারের পক্ষে অর্থ উপার্জনে দেশটির বাইরে পাঠানো নাগরিকদের ব্যাপারে তথ্য জানতে চাইছে।
উত্তর কোরিয়া সরকারের কল্যাণে দেশটিতে পাচার করা অর্থের ব্যাপারে রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ) তথ্য অনুসন্ধান করছে। এর মধ্যে অন্তর্ভূক্ত হচ্ছেঃ উত্তর কোরিয়ার কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতায় ভার্চুয়াল মুদ্রা সহ মুদ্রা বিনিময় সম্পর্কিত তথ্য, বিদেশে অবস্থিত কোনও ব্যাংক হিসাব যা উত্তর কোরিয়া নিজে ব্যবহার করে কিংবা উত্তর কোরিয়ার সুবিধার্থে ব্যবহৃত হয় এবং সম্মুখ সারির কোম্পানি কিংবা ছোটখাটো কোম্পানি যারা উত্তর কোরিয়ার পক্ষে পরিচালিত হয় এবং যাদের আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশাধিকার রয়েছে।
রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ) মাদকদ্রব্য পাচার, পণ্য বা মুদ্রা জালিয়াতি, এবং উত্তর কোরিয়ার সরকারকে সহায়তার লক্ষ্যে প্রচুর নগদ অর্থ পাচারের ব্যাপারে তথ্য চাইছে।
রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ) ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (DPRK)-কে বিলাসবহুল বস্তু সরবরাহ বা চালান সংক্রান্ত তথ্য চাইছে, যার মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি, ডিজাইন করা পোশাক, গহনা, অ্যালকোহল, তামাক, সুগন্ধি কিংবা এ জাতীয় বস্তু যা সম্ভবত অভিজাত শাসকগোষ্ঠীর জন্য নির্ধারিত থাকে।
রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ) উত্তর কোরিয়া সরকারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছে।
ডিপার্টমেন্টটি উত্তর কোরিয়া বিষয়ক নিষেধাজ্ঞা এবং 2016 সালের নীতিমালা শক্তিশালীকরণ আইনের (NKSPEA, North Korea Sanctions and Policy Enhancement Act) ধারা 104(a) এবং 104(b)(1)-তে বর্ণিত কার্যক্রমে জড়িত বিশেষত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের (Entity) আর্থিক ব্যবস্থায় ভাঙ্গন ধরাতে পারে এমন তথ্য প্রদানের বিনিময়ে ৫০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার প্রদানের অধিকার রাখে। NKSPEA-এর ধারা 104(a) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উক্ত কার্যকলাপ এর আওতাধীন হবে যদি তিনিঃ
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, গণবিধ্বংসী অস্ত্র বা এমন অস্ত্রের ডেলিভারি সিস্টেমের উদ্দেশ্যে এই জাতীয় পণ্য, পরিষেবা বা প্রযুক্তি ব্যবহার এবং বস্তুগতভাবে কোনো ব্যক্তি কর্তৃক পারমানবিক, রেডিওলজিক্যাল, রাসায়নিক বা জৈব অস্ত্র বা এমন অস্ত্রের ডেলিভারির জন্য আংশিক বা সম্পূর্ণভাবে তৈরি করা এমন কোনো ডিভাইস বা সিস্টেমের ব্যবহার, উন্নয়ন, উৎপাদন, অধিকার বা অধিগ্রহণের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক রপ্তানির জন্য নিয়ন্ত্রিত সকল পণ্য, পরিষেবা, বা প্রযুক্তি উত্তর কোরিয়াতে, উত্তর কোরিয়ার অভ্যন্তরে বা উত্তর কোরিয়া থেকে আমদানি, রপ্তানি বা পুনরায় রপ্তানি করে;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রশিক্ষণ, পরামর্শ বা অন্যান্য পরিষেবা বা সহায়তা প্রদান করে বা উত্তর কোরিয়াতে, উত্তর কোরিয়ার অভ্যন্তরে বা উত্তর কোরিয়া থেকে আমদানি, রপ্তানি বা পুনরায় রপ্তানির উদ্দেশ্যে এই জাতীয় কোনো অস্ত্র, ডিভাইস বা সিস্টেমের উৎপাদন, রক্ষণাবেক্ষণ, বা ব্যবহার সংশ্লিষ্ট উল্লেখযোগ্য আর্থিক লেনদেনে জড়িত হয়;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়ায় বা উত্তর কোরিয়ার অভ্যন্তরে বিলাসবহুল পণ্য আমদানি, রপ্তানি বা পুনরায় রপ্তানি করে;
জ্ঞানত উত্তর কোরিয়া সরকারের সেন্সরশিপে জড়িত হয়, তার জন্য দায়ী বা এই প্রক্রিয়ায় সহায়তা করে;
জ্ঞানত উত্তর কোরিয়া সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত, দায়ী বা সহায়তা করে;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, মানি লন্ডারিং, পণ্য বা মুদ্রা জাল করা, বিপুল পরিমাণ নগদ অর্থ পাচার বা মাদক পাচারে জড়িত হয়, যা উত্তর কোরিয়া সরকার বা এই সরকারের জন্য বা এটির পক্ষের কোনো উর্ধ্বতন কর্মকর্তা বা ব্যক্তিকে সহায়তা করে;
জ্ঞানত উত্তর কোরিয়া সরকারের পক্ষে বিদেশী ব্যক্তি, সরকার বা অন্যান্য সত্ত্বার বিরুদ্ধে কম্পিউটার নেটওয়ার্ক বা সিস্টেমের ব্যবহারের মাধ্যমে সাইবার নিরাপত্তাকে পরাভূত করে উল্লেখযোগ্য ক্রিয়াকলাপে জড়িত হয়;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, গণবিধ্বংসী অস্ত্র এবং এমন অস্ত্রের ডেলিভারি সিস্টেম, অন্যান্য সংখ্যা বৃদ্ধি কর্মকান্ড, কোরিয়ান ওয়ার্কার্স পার্টি, সামরিক বাহিনী, আভ্যন্তরীণ নিরাপত্তা বা গোয়ান্দা তৎপড়তা কিংবা উত্তর কোরিয়া রাষ্ট্রের বাইরেসহ রাজনৈতিক বন্দিদের ক্যাম্প বা বাধ্যতামূলক শ্রমিক ক্যাম্পের পরিচালনা এবং রক্ষনাবেক্ষণের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত শিল্প প্রক্রিয়ায় বা এর দ্বারা ব্যবহারের জন্য উত্তর কোরিয়া সরকার বা এটির পক্ষে কাজ করা কোনো ব্যক্তি থেকে বা এর নিকট উল্লেখযোগ্য পরিমাণ মূল্যবান ধাতু, গ্রাফাইট, কাঁচা বা অর্ধ-সমাপ্ত ধাতু বা অ্যালুমিনিয়াম, ইস্পাত, কয়লা বা সফটওয়্যার, বিক্রয়, সরবরাহ, বা স্থানান্তর করে;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়ায় অথবা উত্তর কোরিয়া থেকে কোনো অস্ত্র বা এ সংক্রান্ত উপকরণ বা কোনো প্রতিরক্ষা নিবন্ধ বা প্রতিরক্ষা পরিষেবা থেকে(22 U.S.C. § 2794 তে পরিভাষা যেভাবে সংজ্ঞায়িত)আমদানি, রপ্তানি, বা পুনরায় রপ্তানি করেছেন;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উত্তর কোরিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ, টাইটানিয়াম আকরিক, ভ্যানডিয়াম আকরিক, তামা, রৌপ্য, নিকেল, দস্তা, বা পৃথিবীর দুষ্প্রাপ্য খনিজ ক্রয় বা অন্যথায় আহরণ করেছেন;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উল্লেখযোগ্য পরিমাণে রকেট, এভিয়েশন বা জেট বিমানের জ্বালানী উত্তর কোরিয়ার নিকট বিক্রয় বা স্থানান্তর করেছেন (উত্তর কোরিয়ার বাইরে কোনো বেসামরিক যাত্রী বিমানের ব্যবহার ছাড়া, কেবলমাত্র উত্তর কোরিয়ায় প্রবেশের ক্ষেত্রে কিংবা ফিরতি ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য);
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উল্লেখযোগ্য
পরিমাণে জ্বালানী বা সাপ্লাইজ সরবরাহ করেছেন, বাঙ্কারিং পরিষেবা প্রদান করেছেন, গুরুত্বপূর্ণ কোনো লেনদেন ত্বরান্বিত করেছেন, কিংবা লেনদেনসমূহ পরিচালনা করেছেন, একটি জাহাজ বা বিমান যা কিনা একটি কার্যকরী নির্বাহী আদেশ কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কার্যকরী প্রস্তাবের অধীনে ন্যস্ত থাকে, কিংবা একটি কার্যকরী নির্বাহী আদেশ অথবা জাতিসংঘ সুরক্ষা কাউন্সিলের কার্যকরী প্রস্তাবের অধীনে মনোনীত কোনো ব্যক্তির মালিকানাধীন অথবা নিয়ন্ত্রাধীনে থাকে;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট অনুমোদন ব্যতীত উত্তর কোরিয়া সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণে থাকা কোনো জাহাজের জন্য বীমা করা, নিবন্ধন করা, নিবন্ধন ত্বরান্বিত করা কিংবা বীমা অথবা নিবন্ধন বহাল রাখেন;
জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট অনুমোদন ব্যতীত উত্তর কোরিয়ার কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একটি অনুরূপ হিসাব বজায় রাখেন(22 U.S.C. § 9221a(d)(1)এ পরিভাষাগুলো সংজ্ঞায়িত); কিংবা
অনুচ্ছেদ (1) থেকে (14)-তে বর্ণিত কোনো কর্মকান্ডে জ্ঞানত সংশ্লিষ্ট হবার চেষ্টা করেন।
(A) জ্ঞানত জড়িত থাকেন, অবদান রাখেন, সহায়তা করেন, পৃষ্ঠপোষকত করেন, কিংবা মনোনীত কোনো ব্যক্তির সমর্থন অনুসারে আর্থিক সহায়তা প্রদান করেন, দ্রব্য বা প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন কিংবা পণ্য এবং পরিষেবাদি সরবরাহ করেন— |
(i) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কার্যকরী প্রস্তাব; |
(ii) 22 U.S.C. § 9254-এর অধীনে ঘোষিত নিয়ম-কানুন; অথবা |
(iii) যেকোনো কার্যকরী নির্বাহী আদেশ; |
(B) জ্ঞানত অবদান রাখেন— |
(i) উত্তর কোরিয়া সরকারের কোনো কর্মকর্তা কিংবা সেই কর্মকর্তার পক্ষে ভারপ্রাপ্ত কোনো ব্যক্তির ঘুষ গ্রহণ; |
(ii) উত্তর কোরিয়া সরকারের কোনো কর্মকর্তা বা সেই কর্মকর্তার পক্ষে ভারপ্রাপ্ত কোনো ব্যক্তির দ্বারা সরকারী তহবিলের অপব্যবহার, চুরি বা আত্মসাৎ; অথবা |
(iii) কোনো কর্মকান্ড থেকে অর্জিত আয়ের ব্যবহার প্রণালী ধারা (i) বা (ii)-এ বর্ণিত; |
(C) উপ-অনুচ্ছেদ (A) বা (B)তে বর্ণিত কর্মকান্ডে জ্ঞানত এবং বস্তুগতভাবে সহায়তা, পৃষ্ঠপোষকতা, অথবা উল্লেখযোগ্য আর্থিক, উপকরণগত কিংবা প্রযুক্তিগত সহায়তা প্রদান করা কিংবা পণ্য বা পরিষেবা প্রদানে সহায়তা করা; |
(D) জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবসমূহে উল্লেখিত পরিমাণের তুলনায় উত্তর কোরিয়া সরকারের কাছ থেকে বেশী পরিমাণে কয়লা, লোহা বা লোহার আকরিক ক্রয় বা অন্যথায় আহরণ করেছেন; |
(E) জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়া সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে বোনা কাপড় কিনেছেন বা আহরণ করেছেন; |
(F) জ্ঞানত উত্তর কোরিয়া সরকারের তহবিল বা সম্পত্তির স্থানান্তরে সহায়তা করেছেন যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকরী প্রস্তাব লঙ্ঘনে সুস্পষ্টভাবে ভূমিকা রাখে; |
(G) জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়া সরকার থেকে বিশাল অংকের নগদ, মূল্যবান ধাতু, রত্ন পাথর, বা মূল্যবান অন্যান্য ভাণ্ডার যা উপধারা (a)(10) এর অধীনে বর্ণিত নয় এমন উল্লেখযোগ্য স্থানান্তরে সহায়তা করেছেন; |
(H) জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়া সরকারের কাছে উল্লেখযোগ্য পরিমাণে অপরিশোধিত তেল, ঘনীভূত তরল, পরিশোধিত পেট্রোলিয়াম, অন্যান্য ধরণের পেট্রোলিয়াম বা পেট্রোলিয়াম উপজাত, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা অন্যান্য প্রাকৃতিক গ্যাস বিক্রয়, স্থানান্তর, বা অন্যথায় সরবরাহ করেছেন(মানবিক কাজে ব্যবহারের জন্য ভারী জ্বালানী তেল, গ্যাসোলিন, বা ডিজেল জ্বালানী ব্যতীত কিংবা উপধারা (a)(11)) ব্যতীত; |
(I) জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, অনলাইন জুয়া খেলা সহ উত্তর কোরিয়া সরকারের অনলাইন বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে যিনি জড়িত থাকেন, সহায়তা করেন বা দায়ী থাকেন; |
(J) জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়া সরকারের কাছ থেকে মাছ ধরার স্বত্ব কিনেছেন বা অন্যথায় অর্জন করেছেন; |
(K) জ্ঞানত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়া সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে খাদ্য বা কৃষি পণ্য কিনেছেন বা আহরণ করেছেন; |
(L) জ্ঞাতসারে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, উত্তর কোরিয়া সরকার বা ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উল্লেখযোগ্য পরিমাণে উপার্জনের উদ্দেশ্যে উত্তর কোরিয়া থেকে শ্রমিক রপ্তানির কাজে নিযুক্ত থেকেছেন, সহায়তা দিয়েছেন, বা দায়বদ্ধ রয়েছেন; |
(M) উত্তর কোরিয়ার পরিবহন, খনি খনন, জ্বালানি, বা আর্থিক পরিষেবা শিল্পগুলোতে জ্ঞানত একটি গুরুত্বপূর্ণ লেনদেন বা লেনদেনসমূহ পরিচালনা করেছেন; অথবা |
(N) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট অনুমোদন ব্যতীত এবং উপধারা (a)(14)-এ বর্ণিত অনুরূপ কোনো হিসাব ছাড়াই উত্তর কোরিয়ার কোন আর্থিক প্রতিষ্ঠানের কোনো শাখা, সা্বসিডিয়ারি কিংবা অফিসের কাজ ত্বরান্বিত করতে জ্ঞানত সহায়তা করেছেন। |
উত্তর কোরিয়ার সরকারের নির্দেশে বা নিয়ন্ত্রণে, কম্পিউটার জালিয়াতি এবং অপব্যবহার আইন-এর লঙ্ঘনকে সহায়তা প্রদান করে এমন ব্যক্তির শনাক্তকরণের দিকে পরিচালিত তথ্যের জন্য ডিপার্টমেন্ট 5 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার অফার করার জন্যও অনুমোদিত (“CFAA”, Computer Fraud and Abuse Act), 18 U.S.C. § 1030। ডিপার্টমেন্ট CFAA লঙ্ঘনকারী সকল ক্রিয়াকলাপ সম্পর্কে তথ্য চাইছে, সেই ক্রিয়াকলাপগুলোর বিষয়ে একচেটিয়া নয় তবে বিশেষ আগ্রহ রয়েছে যেগুলোর সাথে সংশ্লিষ্ট রয়েছে:
তথ্য চুরির অভিপ্রায় নিয়ে সরকারি ও বেসরকারি খাতের কম্পিউটার এবং নেটওয়ার্কগুলোতে অননুমোদিত অনুপ্রবেশ;
ধ্বংসাত্মক ম্যালওয়্যার প্রেরণ;
র্যানসমওয়্যার ছড়ানো এবং ব্যবহার
কোনো ব্যক্তি বা সত্ত্বার কাছে অর্থ বা মূল্যবান কোনো কিছু আদায় করার অভিপ্রায় নিয়ে কম্পিউটারের সাথে সম্পর্কিত কোনো কিছুর ক্ষতি করতে, তথ্য সংগ্রহ করতে বা অনুরোধ করার হুমকি পাঠানো যা 18 U.S.C. §§ 1030(a)(2), (a)(3), (a)(5), and (a)(7) দ্বারা নিষিদ্ধ।
উত্তর কোরিয়ার অবৈধ কার্যক্রম তছনছ করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন যোগানোর লক্ষ্যে স্টেট ডিপার্টমেন্টের রেওয়ার্ডস ফর জাস্টিস (RFJ, Rewards for Justice) কর্মসূচী তাদেরকে তথ্য প্রদানের বিনিময়ে সর্বোচ্চ ৫০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরষ্কারের প্রস্তাব করেছে; যার উদ্দেশ্য হল অর্থ পাচার, উত্তর কোরিয়ায় বিৃলাসবহুল পণ্য রপ্তানি, সুনির্দিষ্ট সাইবার কার্যক্রম এবং গণবিধ্বংসী অস্ত্র চুক্তি (WMD)লঙ্ঘন করে এমন কর্মকান্ডসহ উত্তর কোরিয়ার সাথে বিভিন্ন কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের আর্থিক কৌশলে ভাঙ্গন ধরানো।
the number is +1 (540) 760-5089
the number is +1 (540) 760-5089
the number is +1 (540) 760-5089
the number is +1 (540) 760-5089